আমি কষ্ট দেখিনি, দেখেছি চরম বাস্তবতার প্রতিটি মুহুর্তের কর্কশ বর্ণে চরম বিদ্রুপ।
আমি যন্ত্রণা দেখিনি, দেখেছি মৃদু হাসির মাঝে চোখের কোণে বিন্দু বিন্দ জলকে পলকে ছড়িয়ে যেতে।
আমি একাক্বিত্ব দেখিনি, দেখেছি শত মানুষের মাঝে একটি মানুষের অচেনা ভাবের অব্যক্ত ভাষার লোচন।
আমি ধৈর্য্য দেখিনি, দেখেছি মৃদু হাসির ঝলকে, শুধু মৃদু হাসির ঝলকে সমস্ত দহনের শিখাগুলোকে নিভিয়ে দিতে।
আমি অভিনয় দেখিনি, দেখেছি অশ্রুত আঁখির ছলছল জলকে পোকার হেতুতে রুপ দিতে।