মুখে সব সময়ই হাসি থাকে একটু সুখের জন্যে,
সুখের জন্যে পাখির বেশে উড়াল দেই শূন্যে।
একদিন হাওয়ায় উড়ে যাবে এ ভব খেলা,
সূর্য্য উঠিবে মাথায় কিন্তু ফুরিয়ে যাবে বেলা।
বেলার উপর জীবন আয়ু আসিতে করুনা কুড়ায়,
নদী সাগর খুঁজে লজ্জার চোখ বুজে আসিবে পর্বত চূড়ায়।
প্রেম ডেকে বলে এভাবে কি চলে শুধু আশায়,
আয়ু পেতে তোমায় হবে যেতে গভীর ভালবাসায়।
প্রেম ভালবাসা ছেড়ে চাই না যেতে এ ধরা,
ভব তরে তবু কেন ঘটে নিত্য ভাঙ্গাগড়া?