হয়তো এটাই বিদায় বেলা,
তাই তো গুটিয়ে নিচ্ছি নিজেকে-
জলে জাল ফেলা এক ব্যর্থ জেলের মত।
অবিরত আলো দেওয়া শেষ বিকেলের রক্তাক্ত সূর্য্যের মত।
মরে যাওয়া হাজারও গাছের শিকড় পচে যাওয়া মত।
মরুর বুকের টিকে থাকা গাছের পাতায় এক ফোটা জল ঝরে যাওয়ার মত।
অঝর ধারায় ঝরা বৃষ্টি হঠাৎ থেমে যাওয়ার মত।
সবল বিশ্বাস প্রবল শব্দে ভেঙ্গে যাওয়ার মত।
নিজেকে গুটিয়ে নিচ্ছি।
হয়তো এটাই বিদায় বেলা।