কষ্ট তো আমারও হয়-
ভেসে যাওয়া মেঘ ঝরে যাওয়ার মত,
অবিরত পুড়ে যাওয়া রক্তাক্ত সূর্যের মত,
হেসে উঠা চন্দ্র অমাবস্যায় ভেসে যাওয়ার মত,
ফুসে উঠা জল শুকিয়ে যাওয়ার মত,
কণ্ঠে উঠা সুর ভেঙ্গে যাওয়ার মত,
কষ্ট তো আমারও হয়-
নীল কষ্ট,
অব্যক্ত কষ্ট,
মুখে হাসি এঁকে বুকে জমিয়ে রাখা কষ্ট,
শিকড় গজানো কষ্ট,
শাখা-প্রশাখা ছড়ানো কষ্ট,
কণ্টকী ব্যাথাময় কষ্ট।
কষ্ট তো আমার হয়-
বুকের বা পাঁজরে বয়ে বেড়ানো কষ্ট।