হে ধ্বংস, তুমি কি অন্ধ নাকি অসীম ধৈর্যে গড়া?
নাকি বলের ভিতে যাচ্ছে কেবল অধুনা করুণ খরা?
নাকি সর্বাঙ্গে উদিত আজ অদৃশ্য কোন ভয়?
নয়তো কেন, কিভাবে এমন অসঙ্গতি কেউ সয়?
কত শত প্রাণ বন্দি আজ মুক্তির দিশা দিতে,
বাতাসে খোঁজে মুক্ত শ্বাস নাসিকায় টেনে নিতে।
নিস্তেজ দেহে হামাগুড়িতে দিবস রজনী যায়,
শূণ্য উদর পূর্ণ করতে মৃত্তিকা চেটে খায়।