নিঃশব্দে বয়ে যায় কিছু বুকে রয়ে যায় সইতে নাহি পারি-
অল্পতে তীব্র দহন কিভাবে যে করি সহন ভীষণ অত্যাচারী-
যেতে চাই নতুন বাড়ি।
ছোট্ট দেহ ছোট্ট হৃদয় যন্ত্রনাতে থাকে সদয় যেন অগ্নিধারী-
সুখের খোঁজে মেলে ডানা ঘুরিফিরি দূর অজানা দিতে এ ঘর ছাড়ি-
যেতে চাই নতুন বাড়ি।
আঁধার ঘরে থাকবো একা আর হবে না তোমায় দেখা করবো আমি আড়ি-
হয়তো আমি যাব ভুলে স্মৃতি রাখবো শূণ্যে তুলে কষ্ট যাবে ছাড়ি-
যেতে চাই নতুন বাড়ি।