কেউ নেই আমার আমি ছাড়া এই খাঁই জড়ানো কালের ভেলায়।
কিন্তু কুয়াশার ভোরে শিশির লাগা ঘাসের স্পর্শের মত তুমি ছুঁয়েছিলে হৃদয়ের প্রান্তরে।
আমি আর তুমি সেই দুরন্তপনার আদলে খেলেছি পৃথিবীর কোলে।
ডাল থেকে ডালে নদী, বিল, খালে,
কদম ফুলের ঘ্রাণে নাসিকার দ্বার   টেনেছি শ্বাসের তালে তালে।
কালের ডানায় ছুটেছি  যুগ থেকে যুগান্তর।
ভেসেছি সুখ-দুঃখের সাগরে একে অপরের সারথি হয়ে।
দু‌ষ্টমির ফ‌লে চোখ ভে‌সে‌ছে তার জ‌লে-অনুভূ‌তি ছিল আমার ।
আঘা‌তের দাগ দে‌হে ফু‌টে থাক-নি‌য়ে‌ছি ব্যাথার ভাগ।
আজ তু‌মি মৃ‌ত্তিকায় নিথর প‌রে আছো, আম‌ি কোথায়?
আমি তো অদৃশ্য, আমি দে‌খি, আমায় নয়,
তু‌মি তো দৃশ্যত আছে পোকায় খাওয়ার ভয়।
কোন এক কালের আর্বতনে আবার যেন দেখা হয়,
বিদায় প্রিয় তনু বিদায়।