তুমি আর আমি হেঁটেছি কত কাল কত ক্রোশ,
চন্দ্রিমা আলোতে ভেসেছি দু'জন দু'জনায় রোজ।
তপ্ত বালুকায় হেঁটেছি ধরে দু'জন দু'জনার হাত,
জেগেছি তারকারাজির খেলায় শত শত রাত।
দীপ্ত জোনাক ডানায় উড়েছি ঘুরেছি নীল আকাশ পানে,
বিলুপ্ত আজ সকলি হর্ষ আমার আমাবস্যার বানে।
শুনেছি সন্ধ্যার আকাশে পাখির কণ্ঠের বাহারী সুর ,
ক্ষিপ্ত আজ অপেক্ষা যেতে হবে আর কত দূর, আর কত দূর।