কাক হয়ে কোকিলের ডাক,
বাঁধে সন্দেহের দানা,
কাক হয়ে কাকই থাক, বড় হওয়া মানা।
চারিদিকে হৈচৈ এমন কেন হল,
কাকের কণ্ঠে কোকিল সুর কেমন করে এলো?
কেন'র উত্তর খুঁজতে খুঁজতে কাকের পিছু ছুঁটে,
কয়েকখানা অপবাদ কাকের ভাগ্যে জুটে।
ঝুটি ধরে টান দিয়ে টুঁটি ধরে তার,
আঘাত লেগে ভেঙ্গে গেল গলার সরু হাড়।
আঙ্গুল দিয়ে ফাঁকা করে ভিতর দেখে চেয়ে,
কিছুই নাই বলা মাত্র অন্যরা আসে ধেয়ে।
একে একে সবাই দেখে যেন লবণ পরিক্ষা,
ততক্ষণে হৃদয় পুড়ে তৈরী হল ঘা।
অন্তক্ষণে কাকের মনে একটিই বাসনা,
কাকই ভাল কাকই থাকি বড় হবো না।
কাকের সন্তান কাকই হবে সভ্য যুগের ধারা,
ভিন্ন হলেই সুশীল চোখে যাবজ্জীবন কারা।