যে কালের ভেলায় জীবন কাটিয়ে হেলায় অস্ত পারের তীরে,
বয়ে যায় ইচ্ছায়, অনিচ্ছায় জীবন সহস্র সময়ের ভীড়ে।


অজান্তেই ফুরায় ফুলের পাপড়ি নিঃশেষ হয় তার ঘ্রাণ,
পরে থাকে নিথর মাটির কায়া শূন্যে ঘুরেফিরে তার প্রাণ।


মহাকালের স্রোতে ভেসে যায় সব প্রাণ বিস্মৃতির গহ্বর মাঝে,
নূতন প্রস্থানে কিছু কাল তার উঠানে স্মৃতিচারণের ধ্বনি বাজে।