আমি আসবো একদিন, নিশ্চয় আসবো,
সর্বগ্রাসী দাবানলের মত-
সমুদ্র জলের তীব্র গতি নিয়ে-
অগ্নিশখের ঘূর্ণি ঝড় হয়ে।
ধুয়ে নিয়ে যাবে কালের চাকায় জমে থাকা সকল অত্যাচারের কালো ছাপ-
জ্বালিয়ে ছারখার করে দেব দম্ভে ভরে মাটির কায়া, মিথ্যের ভিতে গড়া সব প্রণয়।
আমি আসবো একদিন, নিশ্চয় আসবো,
নশ্বরী ভূমিকম্প হয়ে-
উচ্চ নাদী বিজলি হয়ে-
ভীতিকর সহসা তিমির হয়ে।
লন্ড-ভন্ড করে দেব অহমিকার আকাশচুম্বী প্রাসাদ,
নাশ করে দেব মানব সৃষ্ট সব স্বার্থান্ধ বিভেদ,
স্তব্দ করে দেব লোকারণ্য জাহান।
আমি আসবো একদিন, নিশ্চয় আসবো,
প্রতীচী উদিত মিহির হয়ে-
গ্রহ-নক্ষত্রের রুপে পতিত হব টুকরো টুকরো হয়ে-
ভয়ের চাদরে আবৃত করে দেব অতিকায় সব হিম্মাতি পাঁজর-
পৃষ্ট করে দেব ক্ষমতা লোলুপ হীন মনে গড়া সকল সিংহাসন।
আমি আসবো একদিন, নিশ্চয় আসবো,
ফুৎকারের বিকট আওয়াজ হয়ে -
হেজাজ থেকে নির্গত অগ্নি কুন্ডলি হয়ে।
চূর্ণ-বিচূর্ণ করে দেব চিত্তে লাগা মহাপাপের মরিচা-
মুছে দেব ভয়ানোক চোখের কালো দৃষ্টি।
আমি আসবো একদিন, নিশ্চয় আসবো,
সে দিন আমারই হবে জয়,
আমি তো চির সত্য, আমি সেই মহাপ্রলয়।