করেছো সড় আবার অতপর কষ্ট করেছো দান,
কেঁদে যায় আঁখি রাখনি কিছুই বাকি আমি করি নি অভিমান।
নির্ঘুম তম রাতে কষ্টরা আমার সাথে খেলছে নিয়ে  প্রাণ,
দেহটা খাচ্ছে খুরে হৃদয়টা যাচ্ছে পুরে আমি করি নি অভিমান।
মেঘেরা আমায় বলে চলে এসো আমার দলে মিলেমিশে হই বান,
জমেছে চোখে জল ঝরিবে ছলছল পারাবার পরিমান।
নির্বাক এই মুখ পেয়েছো অত সুখ কেড়ে কোকিলা  তান,
করেছো আমায় পর বেঁধেছো নতুন ঘর আমি করি নি অভিমান।