একটু সুখ চেয়েছিলাম বলে দিলে কষ্টের
গাড়ি,
ছোট দেহে এত কষ্ট সইতে কি আর পারি।
কষ্টের ভারে চির ধরেছে হারে এখনই
যাবে ধসে,
এমন ওজন দেহ আর মন যেন পাহাড় তলে
বসে।
কষ্টের বালু শুষে নিয়ে রক্ত করেছে দেহ
মরুভূমি,
মাথার উপর জ্বেলে অনল সূর্য্য রুপে তুমি।