প্রভু আজ আমায় নাও তুলে নেই যে পিছু টান,
তিক্ত হৃদয় অস্থির সদাই বিষাক্ত আজ প্রাণ।
সব কিছু হারিয়ে শূণ্য হাতে দাঁড়িয়ে চেয়ে পথও পানে,
সুখের নীড় আশার তীর ভেসে গেছে আষাঢ়ের ঐ বানে।
নিঃস্ব আমি নই যে দামী নেই যে কিছু আর,
আছে শুধু দুঃখের রাশি যা আকাশ সমান ভার।
জ্বলছে দহন হয় না সহন প্রাণ যেতে চায় চলে,
ছিলাম আমি আছি আমি আসবে তুমি বলে।
আজ যেনেছি সত্য আমি ফেরবে না তুমি আর,
জীবন খেলায় নিঃস্ব হয়ে আজ মেনেছি হার।