রাত্রি এলে এলোমেলো বিষাদ লাগে ভোরে,
দিন টা কাটে যেমন তেমন স্বপ্নেও খুঁজি তরে।
তুই হলি মোর মন দরিয়ার শুকনো কাঠের ভেলা,
বিষাদ ঘেরা জীবন পথের ঝড় তুফানের খেলা।
খেলার ছলে কেটে গেল অনেক গুলো দিন,
বৃষ্টি বিহীন মরুর মত লাগে তুমি হীন।
নেশার ঘোরে ডাকছি তোরে আয় না ফিরে আয়,
তোকে ভেবে অন্তক্ষনে প্রাণটা বুঝি যায়।
যতই বলিস আবল তাবল তোকেই আমি চাই,
তুই বললি - কে গো তুমি! তোমায় তো মনে নাই।
মনের কষ্ট চেপে রেখে গেলাম তোরে ভুলে,
অন্তপাড়ে দেখা হলে দেখিস হৃদয় খুলে।