পরম সুখ খুঁজে বিবেক চোখ বুজে তুমি এই আমায় করেছো পর,
অন্যের হাত ধরে জীবন নিয়েছো গড়ে আমি বাঁধি নি এখনও ঘর।
তোমার নিঃশব্দ আনাগোনা কর্ণে যায় এখনও শোনা উচ্চ সুর তুলে,
প্রতিশ্রুতির কথা বুকে রয়েছে গাঁথা এখনও পারি নি যেতে ভুলে।
এ হৃদয় মরুভূমির একজনই পথচারী তুমি চেয়েছিলে তৃষ্ণার জল,
জলহীন মরুর প্রান্তে তৃষ্ণার জল আনতে ঝরালাম প্রবল অশ্রুর ঢল।
অশ্রুহীনা আঁখি কিভাবে ঢেকে রাখি ঝরে নিরন্তর রক্তজল আজ,
যদিও তোমার সময় নাই তবুও প্রশ্ন রেখে যাই এটাই কি তোমার কাজ???