মিশে যাব মাটির মাঝে যেথায় পাবে হাড়,
কারো যদি কষ্ট লাগে নিতে এসো ধার।
খুঁজতে থেকো কষ্ট গুলো শত হাড়ের মাঝে,
পুরা একটা হাড় পাবে হৃদয় মাংসের ভাজে।
সেথায় জমা কষ্ট আমার দেখতে হবে কালো,
বলবে তোমায় বুঝতে তাকে জ্বালতে একটু আলো।
আলোর ঝলসায় লাজুক চোখে আসবে একটা পরী,
হাতে নিয়ে কষ্টের বাক্স সেজে নীলাম্বরী।
দেখতেই তাকে মনটা তোমার করবে উড়ুউড়ু,
তখন থেকেই কষ্ট তোমার হতে থাকবে শুরু।