আমি দেহ মাটির তৈরী অন্তকালে লাশ,
জন্ম থেকেই আমার সাথে একটি আত্নার বাস।
সৃষ্ট আত্মা পেয়ে বার্তা মাটির দেহে আসে,
সঙ্গী পেয়ে দেহ আমার অমিত হাসি হাসে।
চলতে থাকে জীবন মোদের চাঁদ তারার মত,
হঠাৎ একদিন আঘাত পেয়ে দেহের হল ক্ষত।
দেহের ক্ষতে আত্মা কাঁদে ছেড়ে চোখের জল,
আত্মার আসমান ঝেপে ধরল অসময়ের ঢল।
দেহ আমার ফিপরে কাঁদে আত্মার কাঁন্দন দেখে,
আত্মা আছে দেহের সাথে রক্তের মত মেখে।
সবার দুঃখে কাঁদে সবাই সৃষ্ট হল প্রেম,
দুঃখ সবার বাড়িয়ে দিল পাতালপুরী মেম।
মেমের প্রেমে আত্মার মনে উঠল পাবার ঢেউ,
আত্মার আপন আর হল না মেম ছাড়া কেউ।
আত্মা এবার ভুলে গেল দেহের সাথের প্রেম,
নতুন সঙ্গী পেল আত্মা পাতালপুরী মেম।
চলতে থাকলো জীবন তাদের সুখের মতই বেশ,
নতুন ঘর হালকা ঝড় করে দিল শেষ।
আত্মা এবার আঘাত পেয়ে ধরল ছাই পাস,
দেহ আমার আস্তে ধীরে হতে থাকলো নাস।
লিভার গেল, হার্ট গেল, গেল দেহের কিডনী,
ভাল করতে নিল দেহ অস্ট্রেলিয়ার সিডনী।
নষ্ট হল দেহের সবই ডাক্তার শেষে ব্যর্থ,
দেহ ছাড়লো আত্মা আমার রাখতে নিজের স্বার্থ।
মাটি হলাম আমি দেহ হয়ে মৃত লাশ,
সবার কাছে প্রকৃত প্রেম করলাম আমি ফাঁস।
নষ্ট হল মাটির দেহ নষ্ট হল প্রাণ,
সবই ছিল উদারভাবে ঐশ্বরিক দান।
উচিত ছিল সঠিক পথে সবই ব্যয় করা,
অন্তক্ষনের পরের পর্বে খেতে হবে ধরা।