হে পৃথিবী,
বিদায় দাও মোরে,
বেঁধেছো আমায় শক্ত স্মৃতির ঘোরে।


মর্মর চিত্তে শৈশব খেলে নিষ্ফল ফিরানোর আশা,
গদগদ কণ্ঠস্বরে স্ববশ বাণীর পাব কী সেই ভাষা?


নিশাবসানে ছুটেছি তেপান্তর মুক্ত পক্ষি তুল্য,
অবুঝ হিয়া খেয়েছে শমগুণ দিতে চড়া মূল্য।


কেঁদেছি কারণ অকারণ স্বল্পকায় সে কাল,
সম্মুখে অসীম ক্লেশবোধ লোচন জলে উত্তাল।


উদ্বৃত্ত জীবন চায় না বইতে চিত্তগ্রাহী স্মৃতির ভার,
কারো গায়ে শুধুই স্মৃতি কারো হিমালয়-পর্বত পাহাড়।


হে পৃথিবী,
বিদায় দাও মোরে,
পেতে দাও অনন্ত ঠাঁই আমার আপন ঘরে।