চুপ থাক ফন্দি আঁক স্বার্থ গেল চলে,
ধর ভান দেখা মান জড় কাট তলে।


পানি ঢাল বিছা জাল যেন ধরা পরে,
দ্বন্দ্ব করে শান্তি মরে অগ্নি জ্বলে ঘরে।


অঙ্গ পুরে দেহ জুরে ক্ষত হচ্ছে প্রাণ
আমি বড় বোল ধর যাই হোক মান।


হচ্ছে ভয় লোকে কয় শক্তি যাচ্ছে ছুঁটে,
আমি চাই হোক খাঁই লাজা যদিও জুটে।


যদি ওরা কুল ভরা বিবেক তৈরী করে,
আমি দুষ্টু পথ ভ্রষ্ট লজ্জায় যাব মরে।