ভীষণ অবাক লাগে,
ত্রিশ গিয়েছে চলে বাস্তবতার ঘ্রাণে-
স্বপ্ন আঁকার ছলে ;
বয়ে চলা সময়ের সাথে বুনোহাঁসের ঝাঁকে স্রোত অনুকূলে।
হর্ষ- ক্লেশের খেলায় দিন-রাতের ভেলায় অন্ধ চিত্তের হেলায়,
নির্মম সময়ের ডাকে আসবে সত্য ঝাঁকে জীবনের শেষ বেলায়।
ভীষণ অবাক লাগে,
ত্রিশ গিয়েছে চলে।