এখন করোনার রাত্রি, সব নীরব।
টিএসসি তেও নেই কোন সরব।
বাজারে বাজারে দূরত্ব দীর্ঘ মানবকুল,
দূরত্ব তোমার আমার মাঝে ব্যাকুল।


দুরালাপনে সবাই কথা বলে বেশ,
অপূর্ণতায় থাকে আমাদের কথার রেশ।
করোনায় মানব জীবন হারাল যত,
তাদের পরিবার আজও তো কান্নারত।


ক্ষুদ্র পোকা চোখে দেখি না,
তোমার কিছু হলে, এই ভাবনা।
অনাহারে কাটে যাদের দিন হায়,
জানিনা কিভাবে তাদের দিন যায়।


সুদিনের অপেক্ষায় রইলাম তবে,
জানিনা কতদিন বেঁচে থাকবো এভাবে।
যদি চলে যাই তোমায় ছেড়ে,
রেখো আমায় তোমার স্মৃতির মাঝে।