এসো কিছু শব্দ সাঁজাই,
হয়ে যাক একটি অপ্রকাশিত কবিতা।


কবিতার প্রতিটি পঙক্তি জুড়ে,
তুমি তুমি শুধু তুমিই থাকবে।


আবারও কিছু শব্দ সাজাবো
একটি কাব্য বানাবো।


কাব্যের পটভূমি ও সারাংশ  তুমি লিখবে,
আমি তো তোমার প্রেমের মহাকাব্য লিখবো।


কবিরা কবিতা লিখে,
তাতে কার কি যায় আসে।
প্রেমিকেরা প্রেম করুক,
আমি না হয় তোমায়ই ভালবেসে যাবো।


তোমায় নিয়ে যে কাব্য লিখবো,
তাতে আমি এক পশলা বৃষ্টি এনে দিবো।
জানোই তো,
তোমার সাথে বৃষ্টিতে ভেজার খুব শখ।


একটি সার্থক কাব্য নিরস করার দায় কে নিবে।
তাই তো বৃষ্টি বিলাস আর বসন্ত এনে দিবো।


তোমায় নিয়ে লেখা কাব্যে
আমি ছোট একটি ফুল ফোটাবো।
জানোই তো,
তোমায় ফুল নিবেদন করার কত ইচ্ছা।


আমার লেখা মহাকাব্যে তুমি তো থাকবে,
কিন্তু তোমার ছোঁয়া থাকবে না।
থাকবে না কোন অনুভূতি আর আমি।


কবিতার প্রতিটি পঙক্তি জুড়ে,
তুমি তুমি শুধুই তুমি থাকবে।