নিদারুণ যন্ত্রণা সহিবার শেষ ক্রান্তিকালে,
সূর্য উদিত হওয়ার খানিক প্রারম্ভে,
একাকীত্বের চরম পর্যায়ে নীরবে নিভৃতে,
বিষাদের সিন্ধু পাড়ি দিয়ে আজ-


খানিক স্বস্তি পাইলাম - যদিও ঔপাধিক।


জীর্ণ শীর্ণ কাঁক ভেজা দেহ।
হাতে স্কটিশের আমদানিকৃত দামি লাইটার।
বঙ্গদেশের সঙ সেজে দাঁড়িয়ে বারান্দায়,
মৃদু মৃদু চিন্তা ভাবনা তার।


শুনেছিলাম, কবিদের প্রেমিকা থাকে না।
হয়তোবা থাকতে নেই তাই নেই।
কবিরা প্রাক্তনে বাঁচে,প্রাক্তনেই বাঁচে।
প্রাক্তনের মাঝে খুঁজে ভালোবাসার মানে-


ইতি তোমার,
নির্বোধ সাবেক প্রেমিক।