বন্ধু!
পুরনো জীবনের ধারাবাহিকতায় নতুনের আবিষ্কার।


প্রতিটি কাগজে লেখা কবিতার মাঝে,
কিংবা হারিয়ে যাওয়া স্মৃতির গভীরে,
জানো না আর জানলেও না,
শুধুই যে তুমি ই ছিলে।


কবিতায় ছিল দ্রোহ আর প্রেম,
মননে মগজে শুধু তুমি ছিলে।
বিদ্রোহী কবিতার কত শান জ্বলন্ত,
সব ক্লান্ত হয়ে আজ ঘুমন্ত।


আমার দ্রোহের তেজ নিষ্ক্রিয় করে
প্রেম দিলাম তোমায় আমি চিরতরে।
নিরুপায়, অসহায় লুটিয়ে তোমার পায়ে
সকল ব্যবধান ধুয়ে চক্ষু জলে।