একাত্তরের ইতিহাস
ফাহমিদা ইয়াসমিন
রক্তের কাছে কিছু গান আছে প্রাণ আছে
সুখ অসুখের প্রচ্ছদে সত্য আছে
ওরা সবাই বলে বিজয়ের কথা।
অসহায় মায়ের না বলা দাবীর শেষ চিৎকার
অগ্রাণের মাঠে শত শত লাশের গল্প কথা
বিজয় তোমাকেই ডাকে।
বীরাঙ্গনার নিরব আকুতি
তেরোশত নদীর বয়ে যাওয়া ইতিহাস বিজয় তোমার কথা বলে।
বিজয় বাংলার পতাকায় আজো কেন রক্তের দাগে
এত বিষন্নতা
এতো কষ্ট।
কেন আজো গোলামির শিকলে বন্ধী
বীর বীরাঙ্গনা চিত্র।
বিজয় বলবে আমায়
আর কত বছর গেলে সত্যিকারে তুমি হাসবে আমি হাসব শিশুরা হাসবে।
যে হাসিতে থাকবে গোলাপের নির্যাস
একাত্তরের সত্য ইতিহাস।