চারদিক- ওড়ে আজ মিথ্যের বাতাস
নদী তাই মরুভূমি নীল ভরা আকাশ
পা দিয়ে খায় আজ মুখ দিয়ে বাকীটা
টাকার লোভে মানুষ শিখেছে ফাঁকিটা


তুলসির পাতায় তাই নেই কোনো ফল
কাব্যচাষীরা পড়েছে নীতিহীন শেকল
বলি মানুষ ছেড়ে তাই বনে যাবো রোজ
যেখানে পাবে না কেউ আমার খোঁজ।


পারি না কেনো জানি ফিরতে হয়
এভাবেই দিনদিন জীবনের হচ্ছে ক্ষয়


মানুষ
ফাহমিদা ইয়াসমিন