নিশি পদ্য
    ফাহমিদা ইয়াসমিন
          .................
মেঘলা আকাশের মতোই
মনের বাগানে ফুলগুলো ফুটে
তুমি কেমন করে ভুলে যাও
তারাদের
কথা
দিশেহারা হও কিসের বেদনায়
কোনসে সঙ্গীতে ঘুমিয়ে যাও
কেমন করে ভুলে যাও
ঝিঁ ঝিঁ পোকাদের গান।
আকাশে যখন চাঁদ ওঠে
আমি না মেঘের অন্তরালে খুঁজি
তোমার চোখ মুখ সমগ্র আবয়ব
কে যেন আমাকে বলে
তোমাকেই খুঁজতে
আর চোখ বুঁজতে।
তোমার নিরবতা
নিস্তব্ধতার নিদারুণ চিত্র
কি মেঘলা রঙ্গে
এখনো আঁকে আমায়
ভালোবাসার দেয়ালে
লিপিবদ্ধ করে
আমাদের স্বপ্নিল গল্প।
মেঘলা আকাশ  দেখেই
কল্পনায় কত বার বলি
এসো ধরি হাত
বলে দেই কানে কানে
প্রেমের গুঞ্জন
যেখানে তুমি আমি রচনা করি
গভীর প্রেমের নিশি পদ্য।।