অবজ্ঞা
ফাহমিদা ইয়াসমিন


অবজ্ঞার চাদরে ধ্বংস করো না ভালোবাসার সুপ্ত বীজ
হে মানব,
আজ সভ্যতার বড় ক্লান্তিকাল যাচ্ছে।


অবজ্ঞা করো না নিজেই নিজেকে
কাউকে করো না তুচ্ছ-তাচ্ছিল্য
শেষ হয়ে যাবে তবে সবকিছু।


অবজ্ঞার কারনে কত ক্ষমতার পতন হয়েছে
কত দম্ভ মিশেছে মাটিতে, নদী মরে হয়েছে মরুচর
অবজ্ঞার রোষানলে মানবের মন সাথে মিথ্যের মুখোস
তাই ধীরে ধীরে অন্ধকারের গভীরে  মাবনপ্রেম।