রূপালী খাতায় লিখছি নিরিবিলি
কিছু নিতান্ত সোনালী স্মৃতি,
চাইলেই পেতাম তখন কানেকশন
মানতাম না কোন লোকেশন,
ফোনে ছুটত কথার রেলগাড়ি
এই বাড়ি থেকে সেই বাড়ি
করতাম সামান্য বাড়াবাড়ি,
তবে ছিল তা সীমিত সুন্দর
আনন্দের পরিমাণ যে বেশ প্রচুর,
মাপা যাবেনা তা খুচরা পাইকারিতে
মূল্য যে মেনেছিল হার অমূল্য রীতিতে
ঘটেছিল বিচিত্র সব কিছু
শুধু যে আমার সাথে
কাকতালীয় আর নাটকীয়ভাবে
নানা স্বভাবে, রূপে আর সামান্য অভাবে।