হাটছিলাম সেদিন রাস্তার একটি ধারে
ভাবছিলাম খালি তারই কথা
শুধুই যে বারে বারে,
ভুলে গেলাম তখনই সেই মেয়ের নাম
মনে পড়ছিলনা যে তার ঠিকানা ধাম,
মাথা ঘামিয়ে তাই হতে থাকি ক্লান্ত
যখনই পড়ল মনে নামটা
হয়ে পড়ি অনেকটাই শান্ত।
মুক্তা নামের সেই মেয়েটি
কেড়েছিল এক দিন ভারী সুনজর
সঠিক স্বভাবসিদ্ধ স্পষ্টবাদী কন্যার
রাখতাম তখন সব খোজখবর।
চলে গিয়েছিলাম খুব কাছাকাছি
তার গভীর হৃদয় জুড়ে।
গাইতাম মনে মনে গান
কোন এক অজানা সুরে।
তবে বুঝতে লেগেছিল অনেক কষ্ট
সেই মেয়ের শক্ত মন,
রুটিনমাফিক চালাত তার জীবন,
যুক্তি শোনাত সারাক্ষণ।
ছিল তার নিয়মমাফিক ব্যস্ততা
ছোট ছোট কাজে
পড়াত এক ছোট বাচ্চা
সময় দিত নিজেকে খুব মাঝে মাঝে
রোমান্স থেকে ছিল সে অনেকটাই দূরে
বাস্তবতা তাকে করেছিল কঠিন
বিশ্বাস করত ভারী ধৈর্য সবুরে।
দেখে মনে হয় তারে
এক সদ্য বিবাহিত নারী
ভাবিনি কখনো হবে সে বন্ধু
একদিন শুধু আমারি।
করতনা কভু এতটুকু সময় কখনো সে
বানিয়ে দিয়েছিল আমাকে বেশ দ্রুত
এক অতিমাত্রিক সময়সচেতন ছেলে
এখনো হয় টুকটাক কথা
তারই সাথে হঠাৎ হঠাৎ
শুনতে থাকি গোছালো সেই কথন
হয়ে গিয়েছে যে বড্ড রাত।