জোনাকী গেছে নিভে আমার স্বীয় আঙিনায়
কাউকে তো দেখিনা আর,
উকি দিয়ে সেই বা দিকের জানালায়,
মনের সকল অস্থিরতা পড়ছে ঝরে,
সবাই আস্তে আস্তে যাচ্ছে সরে
হৃদয়ের শেষ সীমা তবুও প্রত্যাশা করে
পুরনো সেই অতৃপ্ত বাসনাকে,
যেতে দিবনা যে তাকে বেশি দূরে,
যতই সেটি জ্বালাক আমাকে কুড়ে কুড়ে,
পাল্টে দিব সবকিছু অনাবিল সুরে সুরে
গাছের পাতাগুলো আজ যাচ্ছে ঝরে ঝরে
কিছু কিছু ডালপালা যাচ্ছে ভেঙে পড়ে,
কিন্তু ওদিকের একটি সাজানো বাগান
ফুলে ফুলে গেছে ভরে,
কারো প্রত্যাশায় আছে যেন
বহু বহু দিন ধরে
আমি আছি কোন এক খাদের কিনারায়
একটি অচেনা পরীর অপেক্ষায়
কখন সে দিবে আমার ডাকে সায়
এনে দিবে চমৎকার শোভা
আমার স্বীয় কিছু ভাবনায়,
জীবনটাকে দিবে হলুদ ফুলে রাঙিয়ে
প্রখর বৃষ্টির মাঝে একটু পাশাপাশি দাড়িয়ে।