শুরুটা আজ নেই জানা,
শেষ করি তাই কীভাবে,
মনের অজান্তে চালাই লেখা,
যতসব নিজের দেখা অদেখা,
কিছু কিছু আবার ঠেকে শেখা,
জগত আমার তাই একটু বাকা,
বিভিন্ন ধাপেই এর সাক্ষর রাখা,
অনেকটাই আচমকা বিস্ময় মাখা,
কেউ দিল ধরা সামনাসামনি,
তার একটু অবাক চাহনি,
হতবিহ্বল আমি রাখঢাক রাখিনি,
পছন্দ হল আমার হঠাৎ দেখায়,
প্রস্তাব জানাই সঙ্গে সঙ্গে
বিয়ে করবে কি আমায়
শুরু করবে কি নতুন জীবন
নতুন কোন এক আয়নায়
প্রতিফলন আর একছটা প্রতিবিম্ব,
একে দিবে আমাদের ছাপ
মুছে দিবে সকল কিছু দম্ভ,
নিজেদের মাঝে অনেকটা একান্তে,
এগিয়ে যাই দূরের কোন এক প্রান্তে,
আমাদের আগমন টাকে জানাতে,
বুনন করব আগামীর এক স্বপ্নবীজ,
সমান করতে চাই উপর থেকে নীচ।
থাকবে কি সবাই আমাদের এই আবির্ভাবে,
বাহবা কি জানাবে এই নতুন শুরুর জবাবে।
উত্তর চাই অজানা প্রত্যাশায়,
চোখ রাখি তাই ঘন কুয়াশায়,
আলো ঠিক বেরুবে একটু একটু ঝাপসায়
কড়া নাড়বে উত্তরের জানালায়।