সম্ভবত আর হবেনা দেখা,
পড়তে পারিনা আমি হাতের রেখা,
হয়ত আমি হেটে যাব,
তোমার পাশ বা সামনে দিয়ে,
চিনবেনা তুমি আমার মুখপানে চেয়ে,
জল কি গড়াবে তোমার চোখ বেয়ে,
আজ,কাল বা পরশু দিন,
কখনো কি কাঁপবেনা তোমার হৃদয়,
হবেনা কি তুমি প্রশ্নের সম্মুখীন,
হয়ত তুমি জানবেনা কিছুই,
হয়ে গেছ তুমি আস্ত হৃদয়হীন,
জান কি তুমি কাটছে কি করে,
আমার জীবনের প্রতিটি দিন,
ঘুরে বেড়াচ্ছি আমি দিকবিদিক,
করছি কল্পনায় তোমার পথটি প্রদক্ষিণ,
জানবেনা তো এই ঘুনে বেড়াজালের মাঝে,
প্রতারণার জাল বিছিয়ে,
কাটাচ্ছ তুমি ইচ্ছামত,
তোমার সারাবেলা যখন তখন,
আমায় সরিয়ে দিয়ে,
করে নিয়েছ এক প্রস্থ স্বার্থপরতার জমি,
পর করে কেড়ে নিয়েছ আমার চেনা ভূমি।