আজ হয়ত আমিই আমার ছায়াসঙ্গী,
করছি কিছু অপত্য অঙ্গভঙ্গি,
আগে দিনগুলি ছিল খুব রঙিন,
আস্তে আস্তে সুখগুলি হল ক্ষীণ,
জ্বলছিলনা কোন আশার প্রদীপ,
তবুও এতটুকু আশায় ছিলাম উদগ্রীব।
হঠাৎ কিছু ধাক্কা আসে এমন করে,
ব্যথা থাকে যার জীবন ভরে,
আটকাতে পারিনা সেসব অনুভূতি,
আজ খাচ্ছি একা একা সবজি রুটি,
একদিনের বাসি হওয়া খাবারে,
উড়ছিল মাছি বারে বারে,
বাধা দেওয়ার তো নেই কেউ,
তাই কাদলাম মেয়েলীভাবে ভেউ ভেউ,
আবার কখন সমুদ্রে গর্জাবে ঢেউ,
বিড়াল ডাকবে বাড়ির উঠানে মেউ মেউ,
উঠতাম আমি ছাদে খেতে খোলা হাওয়া।
দেখতাম ধীরে ধীরে অচেনা মানুষদের আসা যাওয়া,
দিন হয়ত গেছে অনেক বদলে,
হয়ত কিছু সমীকরণ আবার মিললে,
ফিরে পেতে পারি সেই সোনালী সময়
নাইলে খালি পেতে হবে সব হারানোর ভয়।
নিয়তির কাছে মানছি আজ হার,
কখন আবার ফিরব জীবনের দৌড়ে,
মন জয় করতে পারব কি সবার।