হয়ত সময়ের পরিক্রমায় আমরা মিলে যাব,
আগামীর নিদারুন কিছু প্রাপ্তিতে,
সন্ধ্যার আধারে কাপছে প্রকৃতি,
ঠান্ডা তীব্র হাওয়া বইবে যে রাত্রিতে।
নকল প্রেমের অভিনয় আজ মানিনা,
তোমাকে তো আমি ভাল জানিনা,
এখনো তো ঠিক চিনিনা,
কিভাবে বাজবে মধুর বীনা।
তোমার নাম কি রিনা,
তোমায় রুনু বলা যাবে কিনা,
আমার তো আর তর সয়না,
হয়ত সময়ের পালাবদলে হয়ে গেছে সবাই নিষ্ঠুর,
বাজবে তাই সাময়িক করুণ সুর,
চলে যাব আমরা আলাদা হয়ে,
অনেক অনেক খুব বহু দূর,
দিন বদলের কৃত্রিম পরিণতি,
করে দিবে আমাদের চরম পর।
নতুন করে বাধব আবার দূজন,
যে যার মত নতুন ঘর,
যখন আসবে আমার একটুখানি জ্বর,
পট্টি দিবে হয়ত ঘরের সেই নতুন অতিথি,
তুমি থাকবেনা সে জায়গায়,
নতুন মানুষটির নাম হবে হয়ত বীথি।
এভাবে হয় প্রেমের রদবদল,
নতুন মানুষকে দিতে হয় নিত্যকার ফোনকল,
বাসায় গিয়ে বাজিয়ে ডোরবেল,
দেখি সেই মানবীর চেহারা অবিকল।
না অনেকটাই ঝরিয়েছি জীবনে অশ্রুজল,
পুরনো কারো সাময়িক অটুট বন্ধনে,
কাহিনীর পর কাহিনী আসবে চলে,
নস্টালজিক স্মৃতিসব রোমন্থনে।
থামতে চাইনা আমি তবুও,
সত্যটা জানুক বিশ্ববাসী,
রোদের তপ্ত আগুনে এক ঘন্টা পুড়ে
হয়েছি আজ আমি সংসার বাসী,
আমার সাথে আজ নেই সেই অতীত প্রেমিকা,
নতুন কারো হয়েছে প্রবেশ,
তাকে বাধতে চাই আবার একই বন্ধনে,
এর যেন না হয় দুঃখময় শেষ।