আমি আজ চিনছিনা নিজেকে
হয়ত বদলে গিয়েছি সময়ের নির্মম চাপে
ব্যথা গুলো তাই শুকনো থেকে হয়না গাঢতর
মনের বাগানে জমে গেছে কত কালো ছায়া
খুব সম্ভবত সময়ের অনাকাঙ্খিত অভিশাপে
জানি পিছু ফেরার নেই উপায়
সব চরিত্র গিয়েছে অনেকটাই বদলে
দুঃখের মাঝে যে কখনোই বন্ধু
নতুন কষ্ট খুজতে নাই।
হঠাৎ এক পুরনো রাস্তায়
সেই অদেখা বন্ধুর দর্শন পাই
নেই তার সেই চিরাচরিত রূপ
সময়ের তিক্ততায় সেজেছে নতুন করে
দেখেও যে আর দেখলাম না তাকে
আড়ালে দুচোখ ভরে।
পৃথিবীটাই খুব তাই রহস্যময় লাগে
এখানে সুখ আর বেদনার উপস্থিতির ব্যবধান
এত সামান্য থেকে সামান্যতর হতে পারে
একসময় যাকে ভেবেছিলাম প্রাণপ্রিয় সঙ্গী
সেই যে আজ অন্যের দরজায় কড়া নাড়ে
অনেকটাই বাধ্য হয়ে নীরবে যায় সরে
পারিনা তো তাকে আটকাতে
ভাসাতে চাই না তাকে তাই                       আজ জটিলতার এক কৃত্রিম সাগরে।