এবার এসেছে ঘুরে দাড়ানোর পালা
ঘুচাতে চাই শত অবহেলা
চারিদিকে যদিও চলছে
অহরহ সম্ভাবনাময় মেলা।
তবুও রয়ে গিয়েছে বাকি
অনেক অজানা হিসেবের খেলা
এই উত্তপ্ত বিদঘুটে পরিবেশে
সেসব কাহিনী তো যাবেনা ভোলা।
এখন তাই চলছে যুদ্ধ নিজের সাথে
যে যাই বলুক কান দিচ্ছিনা তাতে
গ্লানিগুলো চাই ধীরে ধীরে মুছতে
আবার বহুদিন আগের মত
সোনালী আলোয় ভরা জীবনটাকে গড়তে।
হয়ত এবার সইতে হবে শত অভিমান আর অপমান
কথার তীরও ছুটাবে মানুষ
দিয়ে যাবে তাদের হঠকারিতার প্রমাণ
দমছিনা তবুও আমি এত সহজে
চালিয়ে যাব নিজের মত
নতুন আলোর এই সন্ধানী অভিযান।