জীবনে আজ হয়ে গেছে শুরু
নানা প্রকার ভাঙনের কাহিনী
সেই ধড়িবাজ কিছু মেয়েবাহিনী,
খেলেছে ছিনিমিনি কি যে করুণভাবে,
আমি তাই আজ সেই সুখের অভাবে,
হন্যে হয়ে ঘুরছি একলা রাস্তায়
বৃষ্টি ধূলোয় ভিজে হয়ে একাকার,
শুরু কি করব নতুন কাহিনী আবার।
না আর নয় সেসব ছলনাময় বাহানা,
শুনবনা কখনো কোন মানা,
হয়ত ছাড়াতে হবে এবার সহ্যের সীমানা,
আমার কিন্তু পাচ্ছে এখন দারুণ মনকান্না,
পারিনা তো আমি ভাল রান্না,
সাহায্য কি করবে বন্ধু তুমি,
নাকি তুমিও কেড়ে নিবে হৃদয়ের এতটুকু জমি।
আমার মাঝে তো বইছে অনবরত,
লীলাখেলার টর্নেডো আর সুনামি।
তারপরও ভাল আছি আমি,
করে করে দুষ্টু মিষ্টি অভিনয়,
বিশ্বাস করিনা আর কোন নিখুত পরিণয়।
ঘুরছে চারিদিকে স্ট্যাটাসের তীব্র বলয়,
আমার তাই খুব ভয় হয়,
হারিয়ে গেলে তুমি যে,
কেড়ে নিলে আমার আকাঙ্খিত জয়।
না না আর কোন আবেগ নয়,
এখন এসব ধাক্কা মন অনায়াসে সয়,
তাই চিন্তা করোনা তুমি,
বদলে যাব এই আমি,
দেখা পাবেনা আর সহজে আমার,
তোমার সাজানো বাগানে বারবার,
যদি কখনো আসি তোমারও কল্পনায়,
দিও আমাকে আবেগহীন সম্মানজনক বিদায়।