আমি আছি আজ সাধারণের আড়ালে
আম গাছের ডালে ডালে
দুষ্টু মিষ্টি সুরেলা পাখিদের সাথে
গল্প মেলাচ্ছি নিদারুণ এক বিকেলে।
কখনো কখনো খুব যে  লাগে অসহায়
মনে হয় শত সুখ আজ দিয়েছি বিদায়,
তাই এসব লুকোচুরির প্ররোচনায়
হারিয়ে খুজছি নিজেকে এক মোহনীয় সন্ধ্যায়।
এবার ফিরে যাই ঘন রাতের খেলায়
যখন মেতে উঠে গ্রাম যাত্রাপালায়
আমি তখন ঘুরে বেড়াই রঙের মেলায়
আর স্বপ্ন আকি কত কল্পনার জানালায়।
বায়োস্কোপের আড়ালে লুকিয়ে থাকা কত অনুভূতি,
হয়নি তোমাকে কখনো বলা,
আজও তাই পালিয়ে বেড়াই নিজ থেকে,
ভাঙতে চাইছিনা এই কানামাছি খেলা।
হয়ত মাঝে মাঝে পড়ছে মনে
তোমার এই নিতান্ত চরম অবহেলা,
মেটাতে তাই মনের জ্বালা,
আমার এই একাকী পথ চলা।
আজ লাগছে বেশ সেই ফাল্গুনী ঝড়ো হাওয়া
তারই মাঝে হয়ে বেশ একাকার
আমার  গহীন আড়ালে চলে যাওয়া।