ফোনকল আর ফোনকলে কাটছে দিনের অনেকটা বেলা,
ডায়ালিং ডায়ালিং আর হালকা পাতলা রিসিভিং এ,
জমে উঠে এই মজার খেলা।
কেউ থাকে অতি ব্যস্ত
কেউ করে আবার চরম পড়াশুনার ভান,
কারো কথায় আবার ফাকিবাজির একটু মায়া
চলে ফোনের মাঝে খুনসুটি,ঝগড়াঝাটি,ফান।
তবে মাঝে মাঝে যখন মন থাকে বিষন্ন
করতে আসেনা তো কেউ ফোনের মাঝে প্রসন্ন।
তখন খুব লাগে একলা
অসহায় নিঃসঙ্গ এই আমি,
নিজের সাথে কথা বলি ধীরে ধীরে
ছেড়ে দিই ফোনের সাথে সব দুষ্টামি।
তবে কখনো কখনো জমে উঠে গল্প
মোবাইলের কলার গার্লটির সাথে,
আড্ডা আর মজায় রাতটি কাটতে চাই
দুঃখ আর ব্যথাগুলো মুছে ফেলতে।
যদি ব্যালেন্স হয় তাড়াতাড়ি শেষ
তুমি তো অপদস্থ হবে বেশ,
অপরপক্ষ যদি আর না দেয় ফিরতি কল
মন বলবে এবার সোনামনি পড়তে চল।
কথা শুরু হলে দারুণভাবে
হতে চায়না তো শেষ এই ফোনকলে,
আইনস্টাইনের আপেক্ষিকতা নীতির
ঠিকই এখানে প্রয়োগ চলে।
মাঝে মাঝে মোবাইল কলে চলে প্রেম
আর মধুর বন্ধুত্বের চরম টানাটানি,
তৃতীয় পক্ষ এসে করতে পারে শুরু
জমজমাট জটিল পেয়ার কি এক কাহানী।
এত টানাপোড়েনের মাঝেও তো
টাকা করি রিচার্জ মোবাইলে,
কষ্টের সময় শুনতে পেলে ফোনে প্রিয়কন্ঠ
সব আঘাত আর চাপ ধুয়ে যায় দুষ্টুমিষ্টি জলে।