যখন আসে চোখ ভারী হয়ে
কান্না ভরা টলমলে দুই চোখ
যায় হৃদয়ে কষ্টের সহিত সয়ে।
জীবন আজ বদলে গেছে অনেক
বহু মানুষের চিন্তা তো হরেক,
তাই কষ্টের ভাষাও তাদের একেক।
তবে খারাপ বিধ্বংসী সব স্মৃতি
প্রায় সময় দিয়ে যায় মনটিকে নাড়া
তখন লাগে না যে কিছুই ভাল
চোখের পানি তো তখন লাগামছাড়া।
তবুও মাঝে মাঝে ফেলি
সুখের আনন্দভরা সাদা জল,
টলমলে চোখ যেন উৎসবের ইঙ্গিত
দিনটা খুব যেন আলোক ঝলমল।
এভাবে কান্না সে তো প্রতি পদক্ষপে
সুখ আর দুখের তীব্র প্রতিচ্ছবি,
আজ আর পারছিনা লিখতে
ভারী চোখে ঘামছেন যেন কবি।