হিসাবগুলি আজ অনেকটা এলোমেলো হয়ে
চেপে বসেছে আমার উপর,
চায়নি এত ঝড় ঝঞ্চা
বয়ে যাক আমার ছোট মনের ভেতর
যেখানে সব উড়ু উড়ু পাখির ডাকে
গমগম করছে সমগ্র প্রকৃতি
তার জন্য তো হচ্ছেনা কোন বিকৃতি
জীবনটা হয়ত এমনই
ছন্দময় বা ছন্দহীনভাবে কেটে যায় নীরবে
মাঝে মাঝে কিছু আশ্চর্যময় ঘটনা ঘটে সরবে
বুঝার উপায় থাকেনা তখন
শুনতে হয় কত আর্তনাদ,কত অভিযোগ
সব যেন যায় মাথার উপর দিয়ে
হয়না সেসব চাওয়াপাওয়া দীর্ঘস্থায়ী
এসব টুকরো টুকরো অনুভূতির ছোয়া
জড়িয়ে ফেলে এক অনাবিল মায়া
ছাড়তে চায়না সে বন্ধন সহসাই
তবুও ভাঙনের রেখা বাড়িয়ে তোলে তামাশায়
একলা আলাদা হতে হয় আমাদের
নানা রূপে নানা ক্ষনে
কখনো যাযাবরের বেশে
কখনো পারিবারিক সদস্যরূপে একটু কেদে হেসে
সুখে থাকার চাওয়া পাওয়াগুলোর হয়না তো শেষ
শুধু হতে থাকে এসবের শুরু
অন্তরের পূর্তি করার চেষ্টা নাই তো প্রায় কারো
সবার চাই বাহ্যিক রমরমা বিলাসিতা
পেতে চাই সবাই তার হিরো হিরোইন টাকে
জীবনের কোন এক পর্যায়ে
আকড়ে ধরে লুফে নিতে চায় ভালোবাসা
কিন্তু থেকে যায় সেসব মন ভুলানো প্রেম
শুধুই যে দূরাশা।