যখন দিন ঘনিয়ে আসে নিগূঢ কাল রাত
অনেক কিছুই মনে পড়ে যায়
হয়ত তোমার কথা
নাহয় কিছু অস্বস্তিকর প্রতারণা
যা কুড়ে কুড়ে খাচ্ছে আমায় আজও
হাজারো ল্যাম্পলাইট আর টর্চলাইটের ভিড়ে
ভুলিনি তোমার সেই মিষ্টি হাসি
বলতে চেয়েছিলাম যে তোমায় ভালোবাসি
নাহ,বলা হলোনা কিছুই
চলে গেলে তুমি নীরব পথ অনুসরণে
আমায় ছেড়ে নতুন এক জগতে দিলে পাড়ি
নতুন মানুষজনের কাছে বিলিয়ে দিলে নিজেকে
হার মানালে তো এই আমাকে।
এত দুখ হয়তো চাইনি আমি
তবুও জোর করে টেনে নিয়েছি মনে
আজ সুখের পরশ নিতে লাগে ভয়
ষড়যন্ত্র তো পেতে দেয়না অভয়
লাল শাড়ি পড়ে যখন বৈশাখী উৎসবে
মিষ্টি মধুর সাজে ভরা মুখে
ছবি তুলতে দিয়েছিলে পোজ
তখন আমি অনেক মাইল দূরে
ফেসবুকের কোণায় কোণায় যে
করছি তোমার কত খোজ
আজকে আমাদের জীবনযাপনের কত ফারাক
স্ট্যাটাসে এসেছে চরম রথবদল
তুমি আর নেই সেই পুরনো তুমি
যে পাগলী কন্ঠে শুনাতে আমাকে
কত আশা ভরসা আর মায়াভরা কথার ঝুমঝুমি
ফোন রাখতে চাইতাম না আমি
কেটে কেটে যেত একেক টা প্রহর
তোমার হাসিভরা কথা তো থামেনা
সমাপ্তি কখন এই কলজার্ণির
মন যে কিছু মানত না।
আস্তে আস্তে এসে গিয়েছিল
নানা রকমের বিশৃঙ্খল সীমাবদ্ধতা
সয়েছি তবু নীরবে আমি
তোমার হাজারো দৃঢ কপটতা।
আজ আমরা আছি অনেকটাই আলাদা
এক হওয়ার নেই কোন সম্ভাবনা
হয়ত মন আজ নিয়েছে মেনে
করতে চায়না আর কোন স্বপ্নিল সূচনা।