আজ এই রঙিন পৃথিবী
হয়ে গেছে তীব্র আনন্দহীন
অনুভূতিগুলো আজ মুক্ত হয়ে
মনের জানালাতে বের হয়ে
ডানা মেলে চায় উড়তে
সারা জগত দুচোখ ভরে দেখতে
বৈশ্বিক রাস্তার সীমারেখা মাপতে
পায়ে পায়ে মহাবিশ্ব ঘুরে দেখতে
হৃদয় আজ করছে খালি ছটফট
কারণ খেয়ে ফেলেছি এর মাঝে কত হোচট
পৃথিবীর মানুষগুলো আজ স্বার্থপর হয়ে
আমার থেকে যাচ্ছে দূরে সরে
মিলাতে চেয়ে গিয়েছিলাম বহু দূরে
ক্ষতির আশঙ্কায় এসেছি আবার ফিরে
নিজস্ব একঘেয়ে ভরা জগতে
সৃষ্টিশীল কিছু আজ করতে চাই
পিছু ফেরার যে আর সময় নাই
ঘুরে দাড়াতে হবে যেমন করে হোক
হাজারো কষ্টের বিনিময়ে নাহয়
করতে চাই সেই আরাধ্য সুখের উপভোগ।