ধরো, পুষে রাখছি পাখিডা
দুধ, গম আর ধান-চাইল
খাওন দিয়া।
খাঁচা বান্ধি নাই।
বুকে রাখছিলাম,
ভাবছিলাম বুকের খাচায় রাখলেই সে
বুজি খুব ভালো থাকব
খুব আরামে থাকব।
আমারে ভালবাইসা আমার পাশে থাকব।
থাকলো না,
উইড়া গেল,
ধরবার পারলাম না,
তারে হারাইলাম,
হৃদয়ডা শূন্য হইল।
বুজবার পারলো না সে,
এত আদর তারে রাখতে পারল না,
দিনশেষে সে পর হইল।
ভুইলা রইল।
আমার পিঞ্জরাস্থি সে ছিল
ভাইঙ্গা দিল।
এইবার ধরেন! গল্পটা সইত্য!
পাখিটা একটা নারী ছিল!
আমার বুকের মাইধখানের
একটা পিঞ্জরাস্থি ছিল।