দিন গড়িয়ে,
একদিন,
তুমি হ্যাঁ সূচক শব্দ করেছিলে।
বলেছিলে,
ভালবাস তুমিও।
সেই থেকে
শুরু হয় পথচলা।
যেখানে ছিল না কোন প্রাপ্তির লোভ।
না ছিল কোন আকাঙ্খা।
তবুও ইতি হয়,
স্মৃতির হয় অপমৃত্যু।
ধুকে ধুকে পুড়িয়ে মারে,
একটি হৃদয়।
যেখানে তুমিহীন প্রতিটা দিন
অপেক্ষা করতাম
তোমার কোমল হাতের চিঠির।
আজ তারও হয়েছে ইতি।
শুধু রয়ে গেছে প্রতিটি চিঠিতে লেখা,
শেষ শব্দ "ইতি",
কৃষ্ণচূড়ার ফুলহীন পাতাহীন ডালের ফাঁকে
জ্বলতে থাকা চাঁদ স্বাক্ষী,
শুধু রাতের জোনাকিরাই জানে,
তোমায় কতটা ভালবাসি।
তোমার উঠোন জানে,
জানে তোমার জানালা,
নিরবে এখনো ভালবাসি।
ধীরে ধীরে তুমি ভুলে গেছ,
ডুবে গেছে আমার কূল।
যেখানে ইতিহাস তুমি রচেছিল,
হাতে দিয়ে নয়নতারা ফুল।
বেলাশেষে তোমার মুক্তি হলো,
আমি কেবল আটকে গেলাম স্মৃতির ফোঁকরে।
এভাবেই আটকে থেকেই
রয়ে যাব হয়তো,
কেননা এ ভালবাসা ভোলার নয়তো।
একদিন মুক্তি হবে আমারো হয়তো।