মনে হয় কেন জানি,
এই বুজি তুমি আসো,
কাছে এসে পাশে বসো,
খুব করে ভালবাসো।
আহ! কি দারুন জমপেশ,
কেটে গেল ভোর, সব শেষ,
তুমি নেই, কেউ নেই
হুট করে বেলাশেষ।
স্বপ্নের দোষ কি,
ছেড়ে গেছ তুমি বেশ।
আহ! কি দারুন জমপেশ!
এই বুজি তুমি আসো,
হাত ধরে ধীরে হাটো,
চুপচাপ ধুপধাপ
কথা নেই মেরে বসো।
আহা! কি দারুন জমপেশ!
তুমি নেই বেলাশেষ।
এই যেন আত্মার,
স্মৃতি শুধু পাথ্থার।
ডুস দেয় কপালে,
চোট লেগে ফেটে যায়,
লাল স্রোত ভেসে যায়,
দেখে না যে কেউ তা।
তুমি শুধু তুমি না।
ইশ! কি দারুন জমপেশ!
এই বুজি তুমি আসো,
চোখে চোখ রেখে হাসো,
চুপচাপ দূরে গেলে,
করে দিলে, খেলা শেষ।
বাহ! বাহ!
খুব ভালো অভিনয়,
আমার তাতে পরাজয়,
তবু তুমি ছিলে মোর,
ভালোবাসি শতভোর,
রোজ যাব বেসে তাই,
পরোপারে শুধু চাই।
এই তবে লিখা থাক,
এই বার বেলাটা,
চুপিচুপি শেষ যাক।