আমি স্বর্গের সেই সুখ
তোমাতে করে দান,
জীবন থেকে নিতে চাই পরিত্রাণ,
তোমায় বাসি ভালো, হোক জয়গান।


টগবগে তরুনের প্রেম বারণ,
রূপবতী নারী ছলনার কারণ,
মাত্রাতিরিক্ত প্রেম দুঃখ যায়না সহন,
তোমাকে ভালবেসে বুকে বৈরি দহন।


বাচ্চা শিশু যেন বোঝে না কিছু!
তুমিও বুঝি!! আহারে অবুজ শিশু!
ভালোলাগা বুঝ, নারী মানবী তাও বুঝ!
ভান ধরিয়া বলো শেষে বুঝনা কোন প্রেম।
হৃদয়ে কাঁচের টুকরো ঢুকায়ে,
বাহিরে রাঙ্গায় ফটো ফ্রেম।


হিয়া জালাও, বিরহ সহাও
নাওনা কেবল খোঁজ!
আমি আজো হাঁসি,
ভালো তোমারেই বাসি,
বেসে যাব চিরদিন।
ভেবো তুমি পিয়া, নিত্য জাগিয়া
বেশ আছি তুমিহীন!!