এখানে পরাজয়ের ছাপ, বেদনা ভরপুর
তোমার লাল টিপে পাগল হয় ছায়া ভোর।
টুটি চেপে ধরোনি তাও, লাগে বিষাদ অন্তরে
মরি বার বার, তোমার হৈমন্তী কালো চুলে।


আমি পথ হারা এক গন্তব্যহীন পথিক।
পথের সাথে পথ মিলেছে, সব স্থবির
ছায়াবৃক্ষ রোগা হয়ে, ঝাড়িয়ে দিল পত্র।
কাঠফাটা রোদ্দুর, জীর্ণ করে শৈ-ছত্র।


আমি নাপিতের আঙ্গুলের চাপে খাই ডিগবাজি,
মনে হয় এই, চুলের সাথে কল্লাটাও গেল বুজি।
মনে হয় বারবার তাঁরাও যেন তোমার পাঠানো দূত।
মারিয়া কেন বাঁচিতে চাও, বড়ই অদ্ভুত।


তপোবন আজ শুষ্ক, ঝড়েনা কোন বৃষ্টি
দাহিত হয় প্রাণীকুল, হয় দাবদাহের সৃষ্টি।
রসগোল্লা চুবালে হায়, মিষ্টি হয় দারুন।
জলের পাত্রে লবণ হারায় সব গুণ।


আমি চিৎকার করি, জল নাই আখিপানে
নিদারুণ দহন আমার, তোমার না মন টানে।
আমি নাহয় হারিয়ে গেলাম, রও তুমি যতনে
আমার হারাবার কাল ঘনিয়ে, ভাবি তবু শূণ্যমনে।